য়ার্ডপ্রেস এর কাজে করার সুবিধার্থে বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করা হয়। মুটামুটি প্লাগিনের মাধ্যমে সকল ধরনের সুবিধাই ভোগ করা যায়।
Wp-PageNavi
সাইটে পেজ নেভিগেশন দেবার জন্য সবচেয়ে ভাল প্লাগিন এটি। যেমন নীচের ছবিতে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস এ ডিফল্ট ভাবে এমন থাকে না।
Display Widgets
এর মাধ্যমে আপনি সাইড বারের যেকোনো উইগেট গুলো কন্ট্রোল করতে পারবেন। মানে কোন পেজে কোনটি প্রদর্শন করবে কোনটি করবে না ইত্যাদি।
Google Analytics WordPress
গুগল অ্যানালাইটিক হল সাইটের সকল ধরনের তথ্য দেখার জন্য গুগল থেকে প্রদত্ত একটি ফ্রি সার্ভিস। ওয়ার্ডপ্রেস এর সাথে খুব সহজেই কানেক্ট করা যায় এই প্লাগিনের মাধ্যমে।
Google Sitemap
যেকোনো ওয়েব সাইটের জন্য সাইট ম্যাপ একটি দরকারি একটি জিনিস। এই প্লাগিনের মাধ্যমে এই কাজ খুবই সহজেই করে ফেলা সম্ভব।
Google Transliteration
নাম দেখেই বুঝতে পারার কথা এর কাজ কি হবে। যেমন এই পোষ্টের মন্তব্যতে একটি মন্তব্য করুন। দেখবেন আপনি ইংরেজিতে লিখবেন কিন্তু সেটা বাংলা হয়ে যাবে। যেমনঃ ami = আমি valo = ভাল
Really simple Facebook Twitter share buttons
এই প্লাগিনের মাধ্যমে আপনি খুব সহজে আপনার সাইটের প্রতি পেজে বা প্রতি পোষ্টে ফেসবুক লাইক বাটন, শেয়ার বাটন, গুগলে প্লাস, টুঁইটার, লিঙ্কডইন ইত্যাদি যোগ করতে পারবেন। যেমনটা এই সাইটের প্রতিটি পোষ্টে আছে।
TinyMCE Advanced
এর মাধ্যমে আপনি সাইটে যেকোনো কোডিং ছাড়াই লেখা বা পোষ্টকে কাস্টমাইজ করার ভিজুয়াল অপশন পাবেন।
Wp Hide Post
আপনি যদি চান কোন একটি নির্দিষ্ট পোষ্ট আপনার হোমপেজে দেখাবে না তা এই প্লাগিনের মাধ্যমে করতে পারবেন।
Wp Monalisa
সাইটে যদি পোষ্টের ভিতরে বা মন্তব্যের ঘরে বিভিন্ন ইমটিক ব্যবহার করতে চান তবে এই প্লাগিনটি কাজে দিবে। যেমন এই পোষ্টের শেষে দেখুন মন্তব্যতে দেবার জন্য কিছু ইমটিক দেওয়া আছে।
Wp PostViews
এই প্লাগিনের মাধ্যমে আপনার কোন পোষ্টটি কতবার পড়া হয়েছে তা এডমিন প্যানেলে আপনি দেখতে পারবেন ও চাইলে ভিজিটরকেও দেখাতে পারবেন।
Subscribe To Comments
আপনি যদি চান রেজিস্টার মেম্বার হওয়া লাগবে না যে কেউ আপনার সাইটে মন্তব্য করতে পারবে তবে এই প্লাগিনটি আপনার কাজে দিবে। এর মাধ্যমে কেউ মন্তব্য দেবার সময় সাবসক্রাইব করলে ওই পোষ্টে নতুন মন্তব্য করলে সেই মন্তব্য মেইলে চলে যাবে। যেমন এই পোষ্টের নিচে দেখুন।
Contact form 7
এই প্লাগিন ব্যবহার করে খুব সহজে কন্ট্রাক্ট ফর্ম থেকে শুরু করে যে কোন ধরনের ফরম বানাতে পারবেন কনপ্রকার কোডিং ছাড়াই।
Favicon My Blog
এই প্লাগিন ব্যবহার করে কোন প্রকার কোডিং ছাড়াই আপনার সাইটের ফেবিকন যোগ করতে পারবেন।
Sidebar Login
এটা ব্যবহার করে আপনি আপনার সাইডবারে লগইন বক্স দিতে পারবেন।
Wp Useronline
কত জন ইউজার আপনার সাইটে বর্তমানে অনলাইনে আছে তা জানা যাবে এই প্লাগিন ব্যবহার করে।
WP Cumulus
যদি সাইটের ট্যাগ সমূহ 3D আকারে দেখাতে চান তবে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। চিত্রে দেখুন এটি বাস্তবে যখন মাউসের কার্সর এর উপরে ধরবেন তখন এটি ঘুরতে থাকবে।
GD Star Rating
পোষ্টের রেটিং বা রিভিউ দিতে চাইলে এই প্লাগিনটি অনেক শক্তিশালি একটি প্লাগিন।
Yet Another Related Posts Plugin
প্রতি পোষ্টের শেষে একই রকম পোষ্ট দেখাতে এই প্লাগিন ব্যবহার করতে পারেন। যেমন এই পোষ্টের শেষে দেখুন একই রকম পোষ্ট দেখা যাচ্ছে।
Ultimate Coming Soon Page
সাইটের টেকনিক্যাল কোন কাজ করার সময় যদি সাইট বন্ধ রাখতে চান তবে এই প্লাগিন ব্যবহার করে Coming Soon পেজ ঝুলিয়ে দিতে পারেন।
Better WP Security
ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটি বাড়াতে এই প্লাগিন টি অনেক ভাল এবং শক্তিশালি একটি প্লাগিন।
ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটি বাড়াতে এই পোষ্টটি দেখতে পারেন – নিরাপদ রাখুন আপনার ওয়ার্ডপ্রেস সাইট
Official Statcounter Plugin For WordPress
সাইটের নিয়মিত ভিজিটরদের খোঁজ খবর নিতে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। অনেক অপশন আছে যার মাধ্যমে প্রতিদিনের খবর পেতে পারেন।
Syntaxhighlighter
এটি হল আপনি যদি আপনার সাইটে কোন কোড ব্যবহার করতে চান তবে সেই কোড গুলো কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে।
WP Banglatools
আপনার সাইট যদি বাংলা হয়ে থাকে তবে সব কিছু বাংলা করতে পারলেও দেখবেন নিউমেরিক অক্ষর মানে 1234156789 এগুলো কিন্তু বাংলা হয় না। এটার জন্য এই প্লাগিন ব্যবহার করলে অটো ভাবেই এগুলো বাংলা হয়ে যাবে।
পরবর্তী শোরুমে আরও অনেক প্লাগিন থাকবে যা আপনার কাজকে করবে অনেক সহজ ও সুন্দর।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon