কিভাবে IDM এর স্পিড বাড়াবেন (how to speed up idm)

IDM-with-crack

IDM বা Internet Download Manager খুব জনপ্রিয় একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। আরও অনেক ডাউনলোড ম্যানেজার রয়েছে তবুও আমরা বেশীর ভাগ মানুষই IDM ই ব্যবহার করি কারন অন্যদের তুলনায় এটার ডাউনলোড স্পিড বেশি। কিন্তু এর কারন কি ???
এর কারন হল IDM একটি ফাইলকে অনেক গুলো ভাগে ভাগ করে ডাউনলোড করে।
how-to-speed-up-idm

সাধারনত ৮ টি ভাগে ভাগ করে ফাইল ডাউনলোড করে IDM তো এটার ভাগ যদি আরও বাড়ানো যায় তবে আরও একটু দ্রুত ফাইলটি ডাউনলোড হতো।
কিন্তু এটা বাড়াবো কিভাবে ?? !!
IDM চালু করে Download > Options এ যান
how-to-speed-up-idm

এবার নীচের ছবির মত Connection এ ক্লিক করুন এবং এর Max. Connection Number টা বাড়িয়ে দিন।
how-to-speed-up-idm

Previous
Next Post »