HTML Bangla Tutorial (Part-1)

আসসালামুআলাইকুম, আশা করি আল্লাহর রহমাতে  সবাই ভাল  আছেন। আমার আজ থেকে HTML/HTML5 শিখবো। এর আগে আমরা HTML সম্পর্কে ধারনা এবং HTML এ কি কি জানতে হবে সে বিষয়ে Post করেছি ।সবাই ভাল করে আগে ঐ Post গুলো পড়ে নিবেন।
html5-tutorial



কি কি প্রয়ো্জন ?
HTML Coding করার জন্য অনেক ভাল ভাল Code Editor Software Free রয়েছে তার মধ্যে প্রাথমিক এবং অনেক Popular হল Notepad++  এটি  Download করে Install করে নিন।

প্রাথমিক কাজ গুলো:
১.একটি Folder তৈরি করুন
২.ঐ Folder এর ভিতর আবার ২ টা Folder তৈরি করুন একটি style নামে অন্যটি হল img নামে।
৩.এবার প্রথম যে Folder তৈরি করে করেছিলেন তার মধ্যে Index.html নামে একটা File তৈরি করুন।
৪.Notepad++ Open করে Index.html এই File টা Notepad++ এর মধ্যে ছেড়ে দিন। অথবা File টা  Notepad++ এ  Open With করুন।

প্রথমে যে গুলো জানতে হবে:
html, head, title, body, এ গুলো হল ডাবল tag এবং এ
গুলো শুরু কের কন্টেন্ট দিয়ে আবার tag শেষ করতে হয়।
<html> এইভাবে HTML শুরু করতে হয়।
এখানে <head>শুরু কন্টেন্ট দিয়ে </head> শেষ
এই head এর মধ্যে আবার <title>শুরু করে কন্টেন্ট দিয়ে </title>শেষ
এভাবে <body>শুরু সকল কন্টেন্ট এখানে দিয়ে </body> শেষ করতে হয়
</html>এইভাবে HTML শেষ করতে হয়।
প্রথমে নিচের Code গুলো দেখে দেখে Notepad++ এ লিখুন।

<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title> </title>
</head>
<body>

</body>
</html>


এই Code গুলোর কাজ:

  1. <!DOCTYPE HTML>  এটা হলো Document type declaration অাসলে Browser যাতে বুঝতে পারে যে এটা কি বা HTML কিনা।
  2. <html lang="en-US">  এটাতো বুঝতেই পারছেন যে US-Supported Language.  এবং W3school recommended
  3. <head>  এটা হল Header tag Browser Web Site এর Head থেকে পড়া শুরু করে Display তে User কে Web Site প্রর্দশন করে । এখানে Web <title>, <style>, <meta>, <link>, <script>, and <base>. Reference করতে হয়।
  4. <meta charset="UTF-8"> এটা হল Language Encoding যেমন Web Site এ বাংলা লেখার জন্য এই Encoding ব্যাবহার করতে হয়।
  5. <title></title>এই খানে ওয়েব সাইট এর টাইটেল দিতে হয়
  6. </head> শেষ
  7. <body> শুরু
  8. এই খানে ওয়েব সাইট এর সকল কন্টেন্ট লিখতে হয়
  9. Content বলতে আসলে সব কিছুই বোঝানো হয়েছে যেমন Text, Paragraph, Image, Audio, Video,+++
  10. </body> শেষ
  11. </html> এটা হল HTML শেষ tag এটা দিয়ে HTML শেষ করতে হয়।




Previous
Next Post »

1 comments:

Write comments
নামহীন
AUTHOR
২০ এপ্রিল, ২০২২ এ ৯:৩৭ AM delete

Html Bangla Tutorial (Part-1) - Techlightbd >>>>> Download Now

>>>>> Download Full

Html Bangla Tutorial (Part-1) - Techlightbd >>>>> Download LINK

>>>>> Download Now

Html Bangla Tutorial (Part-1) - Techlightbd >>>>> Download Full

>>>>> Download LINK t4

Reply
avatar