Windows xp logon screen change without software

বিসমিল্লাহির রাহমানীর রাহীম
সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম একটি টিউন করার জন্য। কিন্তু ব্যাস্ততার কারণে তা হয়ে ওঠে নি! যাইহোক অযথা কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এটাই আমার প্রথম টিউন তাই আপনাদের কাছে অনুরোধ কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
মাইক্রোসফট কোম্পানী Windows Xp বন্ধ করে দেওয়ার পরও আমার মতো অনেকে এই অপারেটিং সিস্টেম ছাড়তে পারিনি মূলত এর কিছু ইন্টারফেসের কারণে। কিন্তু এই উইন্ডোজের একটি বিরক্তিকর সমস্যা হলো এর Logon Screen. তাই বলে কি আমরা তাদের দেওয়া ডিফল্ট Logon Screen ব্যবহার করবো? মোটেও না! তাইতো আজকের টিউনে আমি দেখাবো কিভাবে আপনি Logon Screen পরিবর্তন করবেন কোন সফটওয়্যার ছাড়া।
প্রথমে নিচের লিংক থেকে Rar ফাইলটা ডাইনলোড করুন।
ডউনলোড করতে এখানে ক্লিক করুন।
windows xp logon screen change without software

এবার Rar ফাইলটা Extract করেন। Rar Password-1400
windows xp logon screen change without software

এবার আপনি যদি Super Copier 2 ব্যবহার করে থাকেন তাহলে তা কিছুক্ষনের জন্য Deactivate করে রাখুন। কারণ এটি রিপ্লেসমেন্টে সমস্যার সৃষ্টি করে। এবার Extract করা ফোল্ডার থেকে নিচের দুটি ফাইল কপি করেন।
এরপর ফাইলগুলো My computer\C:\WINDOWS\system32 ফোল্ডারে Past করেন। Past করার সময় Replacement চাইবে তা Yes to allসিলেক্ট করে দিন।
windows xp logon screen change without software
windows xp logon screen change without software

এবার সেই একই ফোল্ডারে অর্থাৎ My computer\C:\WINDOWS\system32 ফোল্ডারে logoff নামে একটি ফাইল খুজে বের করুন এবং ডাবল ক্লিক করে ওপেন করেন।
windows xp logon screen change without software

দেখবেন নিচের চিত্রের মতো Logon Screen শো করবে।
ব্যাস কাজ শেষ! এবার পিসি Restart দিন এবং উপভোগ করুন!

Previous
Next Post »