Windows 10 Install করতে x32 bit এর জন্য 1.5Gb x64 bit এর জন্য 2.6Gb জায়গাতেই হয়ে যাবে

Windows 10 বাজারে আসার আগেই নতুন নতুন চমক শোনা যাচ্ছে। এবার শোনা গেল আরেক চমক- উইন্ডোজের অন্যসব অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজ ১০ ইনস্টল করতে কম জায়গা লাগছে। ফলে ব্যবহারকারীর অনেক জায়গা বেঁচে যাবে।


সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন একটি ব্লগ পোস্টে এই তথ্য জানায়।
মাইক্রোসফট দাবী করছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম কম্পিউটারে সেটাপ করতে কম জায়গা লাগবে। কেননা, উইন্ডোজ ১০ এ স্পেস সেভিং টেকনিক ব্যবহার করা হয়েছে। ফলে উইন্ডোজ ফাইলের আকার ছোট হয়েছে।
৩২ বিটের কম্পিউটারে উইন্ডোজ ১০ সেটাপ দিতে ১.৫ জিবি জায়গা লাগবে। অন্যদিকে ৬৪ বিটের কম্পিউটারের জন্য জায়গা লাগবে ২.৬ জিবি। একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনেও।
একই সঙ্গে উইন্ডোজ ১০ এ রিফ্রেশ এবং রিসেট অপশনের জন্য আলাদা রিকভারি ইমেজ রাখা হয়নি। যা পূর্বেই মেশিনে ইনস্টল দেয়া থাকে। ফলে ৪ জিবি থেকে ১২ ‍জিবি পর্যন্ত জায়গা বেঁচে যাচ্ছে। সব মিলিয়ে কম্পিউটারের কনফিগারেশন ভেদে উইন্ডোজ ১০ এ ১৫ জিবি পর্যন্ত জায়গা কম লাগবে।
এ বছরের মধ্যেই উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম ১০ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Previous
Next Post »