জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা সাবধান। কারণ হোয়াটস অ্যাপে নতুন যুক্ত হওয়া ভিডিও কলের সুবিধাকে কাজে লাগিয়ে স্পার্ম ছড়ানো হচ্ছে। ফেক আইডি থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভিডিও কল করে স্মর্টফোনে ম্যালওয়ার ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা।
একই সঙ্গে হোয়াটস অ্যাপে আকর্ষণীয় করে বিভিন্ন লিংক ফাঁদ হিসেবে ছড়িয়ে দেয়া হয়েছে। ব্যবহারকারীরা কিছুই না বুঝে এসব লিংকে ক্লিক করলেই ফেঁসে যাচ্ছেন। ওইসব লিংক আরেকটা লিংকে নিয়ে যায়। ওই লিংকে গেলে একটা জরিপে অংশ নিতে বলা হয়। জরিপের বিষয় জনপ্রিয় ম্যাসেজিং সাইট। জরিপে অংশ নিতে গেলে বাধ্যতামূলকভাবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই ফাঁদে পড়েন ব্যবহারকারী। কেননা, ওই অ্যাপ্লিকেশনটা আসলে একটা শক্তিশালী ম্যালওয়ার।
যদিও এখনো হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ তাদের ভিডিও কলিং সুবিধার কথা অফিশিয়াললি জানায়নি। কিন্তু মাস খানেক ধরে অনেকেই হোয়াটস অ্যাপে ভিডিও কলিং সুবিধা ব্যবহার করছেন। মূলত ভিডিও কলিং সুবিধা পাওয়া যাচ্ছে হোয়াটস অ্যাপের নতুন সংস্করণে (২.১১.৫০৮)।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon