মোবাইল প্রযুক্তির দ্রুত অগ্রগতির পেছনে অন্যতম ভূমিকা রাখছে যে প্রযুক্তি তার নাম স্মার্টফোন অপারেটিং সিস্টেম। বিশেষ করে সার্চ জায়ান্ট গুগল মোবাইল ফোনের জন্য অ্যান্ড্রয়েড নামের অপারেটিং সিস্টেম তৈরি করে স্মার্টফোনের জগতকে আরো বিস্তৃত ও ব্যাপক করেছে। কিন্তু জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি দিন দিন জনপ্রিয়তা হারিয়ে ফেলছে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি কমার জন্য মূলত অ্যাপেলের আইফোন-৬ কেই দায়ী করা হচ্ছে। অ্যাপেলের এই স্মার্টফোনটি বেশ জনপ্রিয়। অ্যাপেলের ফোনের জনপ্রিয়তাই মূলত অ্যান্ড্রয়েডের বিক্রি কমার কারণ বলে ধারনা করছেন তারা। ২০১৪ সালের শেষ তিন মাসে জনপ্রিয় এই সংস্থার ৭ কোটি ৪৯ লক্ষ স্মার্টফোন বিক্রি হয়। যা পূর্বের তিন মাসের তুলনায় ৩ কোটি ৪০ লক্ষ বেশি।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon