আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম এন্ড্রোয়েডের জন্য একটি বাংলা লেখার জন্য Ridmik Keyboard । বর্তমানে গুগল প্লে-স্টোরে Ridmik Keyboard টি সরিয়ে নিয়েছে আর তাই এটা গুগল প্লে-স্টোরে নাই । "বিজয় কিবোর্ড" গুগল প্লে স্টোরে দেয়ার পর "রিদ্মিক কিবোর্ড" সহ আর যত কি-বোর্ড অ্যাপে তার লেআউট যুক্ত ছিল সেগুলির বিরুদ্ধে গুগলে কপিরাইট ক্লেইম দিয়েছে । আর তাই এখন জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত "রিদ্মিক কিবোর্ড" অ্যাপটি প্লে স্টোর থেকে গুগল কতৃপক্ষ সরিয়ে নিয়েছে । আর তাতে কি হয়েছে আপনার এন্ড্রোয়েডে বাংলা লেখার জন্য ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন ।
![]() |
Add caption |
"রিদ্মিক কিবোর্ড" বিজয় লেয়াআউট বাদ দিয়ে আবার প্লে-স্টোরে ফিরে আসবে এবং এন্ড্রোয়েড ব্যবহার কারিদের আরো ভালো সেবা দিবে ।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon