neobux থেকে আয় করুন মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা




অনলাইনে আয় করার অনেক উপায় আছে তার মাঝে ptc মানে অ্যাড দেখে আয় হল একটি সহজতম আয়ের উপায়। কিন্তু প্রতারিত হয়ার সম্বাবনাও অনেক বেশি। তাই আপনাকে সঠিক সাইট নির্বাচন করতে হবে। আমার মতে লাখ লাখ ptc সাইট এর মাঝে অন্যতম হল neobux আর  clicsense.আজ আমি neobux সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন । –
neobux একটি বিশ্বস্ত ptc সাইট ২০০৭ সাল থেকে । হাজার হাজার ptc সাইট এর মাঝে neobux প্রথম । এখানে আপনি প্রতারিত হয়ার কোন সুযোগ নেই। আমি নিজেই এর সাথে আছি । ত যারা চিন্তা করছেন যে ptc সাইট থেকে অনলাইনে আয় করবেন তাদেরকে বলব এই সাইট এ কাজ করুন
Neobux থেকে কিভাবে আয় করা যায়
Neobux থেকে ২ভাবে আয় করা যায় .
১. ইনভেষ্ট করে — হাতেনাতে ফল পাওয়ার জন্য
২. ইনভেষ্ট না করে ফ্রি ফ্রি –একটু দেরীতে ফল পাওয়া যায় ।
কিভাবে কাজ করবেন
এখানে কাজ করার জন্য প্রথমে যে জিনিসের প্রয়োজন হবে
১ একটি পিসি বা ল্যাবটপ
২ বৈধ নেট  ফ্রি নেট হলেও হবে তবে আই পি বাংলাদেশের হতে হবে ।
৩ একটি Neobux একাউন্ট
কিভাবে একাউন্ট খুলবেন
প্রথমে এই লিংকে ক্লিক করুন  সাইন আপ নাও
একটি পেজ অপেন হবে সেখানে উপরে দেখুন  Registation লেখা আছে ওখানে ক্লিক করুন ।
তার পরে যে পেজ অপেন হবে সেখানে আপনার যে নামে আইডি খুলবেন সেটা দিন
আপনার প্যাসওয়ার্ড দিন , আপনা ইমেইল ঠিকানা দিন ।
এরপর পেমেন্টর জায়গায় আপনা যদি অনলাইন কোন ব্যাংকে একাউন্ট থাকে তাহলে সেই মেইল দিন ।
যদি না থাকে তাহলে আপনার যেকোন একটা ইমেইল ঠিকানা দিন । সবশেষে যদি ক্যাপচা থাকে
তাহলে পুরণ করে  i agree term of service  এখানে টিক দিয়ে  Registation করুন ।
Registation সফল হলে তারা আপনার কাছে মেইল পাঠাবে ওটা  অপেন করে যে কোড আছে তা এখানে
বসিয়ে আপনার একাউন্ট ভেরিফাই কপ্লিট করতে  হবে ।
হয়ে গেল Neobux একাউন্ট  ।
এ্যাড দেখবেন যেভাবে
প্রথমে আপনা নাম ও প্যাসওয়ার্ড  দিয়ে লগিন করুন
এরপর Veiw Advertisement এ ক্লিক করুন । তাহলে যে পেজ আসবে ওখানে কয়েক কালারের এ্যাড
দেখতে পাবেন । সবার নিচে ৪টা অরেন্জ কালারের এ্যাড আছে ওগুলোই আপনার Fixed এ্যাড
ওগুলো পতিদিন দেখতেই হবে । তার সাথে বাকি এ্যাড গুলো দেখলে আরো বেশী ইনকাম হবে ।
এ্যাড দেখতে আপনার পিসি বা ল্যাপটবে এডোবি ফ্লাশ প্লেয়ার ইনষ্টল থাকতে হবে ।
যদি কখনো এ্যাড দেখার সময় বলে Your ip adderss already veiwed this add 24 hr
তাহলে ঐ পেজ কেটে নাদিয়ে আপনা মডেম ডিসকানেট করে আবার কানেক্ট করে দেখুন
আর সমস্যা হবেনা আশা করি । প্রতিটা এ্যাডে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে
দেখতে পাবেন close লেখা এসেছে ওটা close করে দিয়ে আর একটা এ্যাড দেখুন
এভাবে সবগুলো এ্যাড দেখুন ।
চলুন কিভাবে বেশি আয় করবেন দেখা যাক.
 আপনি অ্যাড দেখার পাশাপাশি রেফার করার মাধ্যমে আপনার আয় বাড়াতে পারবেন । উপরে বামে summary তে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক পাবেন, ঐ লিঙ্ক দিয়ে কেও জয়েন করে কাজ করলে তাঁর আয় থেকে আপনি কিছু আয় পাবেন । neobux এ ১ মাসের আগে কোন রেফার করতে পারবেননা । ১ মাস পর থেকে পারবেন তার মানে ১ মাস আপনাকে একাই কাজ করতে হবে কষ্ট করে । যদি কাওকে রেফার করতে না পারেন তাহলে কি হবে ??? উপায় আছে । summary তে ক্লিক করে rent refer থেকে আপনি ০,৬০ টাকা দিয়ে ৩ জন রেফার ১ মাসের জন্য ভারা নিতে পারবেন । তারা আপনার জন্য আয় করবে ।
ptc সাইট থেকে বেশি আয় করতে হলে আপনাকে অনেক অনেক ধৈর্য ধরতে হবে । এমন ও হবে ১ ডলার করতে ১ মাস ও লেগে যাবে । লেগে থাকুন ভাল না লাগলেও প্রতিদিন 15 মিনিট অ্যাড ক্লিক করুন । একটা সময় ৬ মাস পর থেকে মাসে ১৫০০০ হাজার করে 2০০০০ হাজার আয় করতে পারবেন । আর হ্যাঁ প্রথম ৬ মাস আয় ব্যাংক এ না এনে রেফার কিনুন। তাহলে আপনার আয় বাড়বে।
সবশেষে আর একটি কথা বলতে চাই আমি , আপনি যদি আসলেই পিটিসি সাইট থেকে সফলতা অর্জন করতে চান তাহলে প্রতিদিন কাজ করুন, একদিন ও মিস দিবেন না, একসময় দেখবেন আপনার আরনিং অনেক হবে।
Warning: মনে রাখবেন, একটা পিসি তে একটা অ্যাকাউন্ট ব্যাবহার করাই উত্তম, তবে আপনি যদি মাঝে মাঝে মোবাইল থেকে ক্লিক করেন, সমস্যা নেই, কিন্তু ওই মোবাইলে যেন আবার অন্য কেউ না লগ ইন করে। যে পিসি থেকে আপনি লগ ইন করে কাজ করবেন সেটাতে অন্য আইড খোলার চেষ্টা করবেন না, এবং অন্য কারো আইডি তে ঢুকবেন ও না। ধন্যবাদ।
Previous
Next Post »