টেক্সট এডিটর কথাটির সাধারন অর্থ হলো যে এডিটর দিয়ে কোন টেক্সট বা লেখাকে এডিট করা যায় বা কোন কিছু লেখা যায়। কিন্তু আজকে আমি যে টেক্সট এডিটরের সাথে পরিচয় করিয়ে দিবো সেটা শুধুমাত্র কোন কিছু লেখা বা এডিট করার জন্য ব্যবহার হয়না। এটা মূলত একটি প্রোগ্রামিং টেক্সট এডিটর। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে নোটপ্যাড++ কিংবা সাবলাইম টেক্সট সফটওয়্যারগুলো ব্যবহার করেছেন। আজকের সফটওয়্যারটিও তাদের মতোই একটি সফটওয়্যার। কিন্তু বিশ্ব র্যাঙ্গিংয়ে বর্তমান সফটওয়্যারটি অন্য সকল এডিটরকে পেছনে ফেলে কয়েক বছর ধরে সবার শীর্ষে অবস্থান করছে। বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে সেরা সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার যে অভিযান শুরু হয়েছে এটা তারই এক ক্ষুদ্র উপহার। সফটওয়্যার দিয়ে মুলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কতিপয় কিছু প্রোগ্রামিং করা হয়। আজকের টিউনে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করবো। এবং সবশেষে সফটওয়্যারটির ফুল ভার্সন আপনাদেরকে ফ্রিতে প্রদান করা হবে। তবে তাই হোক, চলুন শুরু করি-
UltraEdit Overview &
Features
আল্ট্রা এডিট সফটওয়্যারটির ফিচার একটা
টিউনে বলে শেষ করা যাবেনা। আপনারা যদি সফটওয়্যারটির পরিপূর্ণ ফিচারগুলো জানতে চান
তাহলে সফটওয়্যারটির অফিশিয়াল সাইট হতে জেনে নিতে হবে। সফটওয়্যার সম্পূর্ণ ফিচার
জানতে এখানে ক্লিক করুন। তবে সফটওয়্যারটির কিছু ফিচার আমি সংক্ষেপে উল্লেখ করছি-
·
যেকোন টেক্সট ফাইলকে
এডিট করতে পারবেন।
·
সফটওয়্যারটিতে রয়েছে
উন্নত মানের ফাইন্ড এন্ড রিপ্লেস ফিচার
·
সব ধরনের প্রোগ্রামিং
ল্যাংগুয়েজের জন্য কোডিং করতে পারবেন (HTML, PHP, javascript, Perl, C/C++, Python, and virtually any
other coding/programming language.)
·
৪ গিগাবাইট পর্যন্ত
যেকোন সাইজের ফাইলকে এডিট করতে পারবেন।
·
সফটওয়্যারটিতে রয়েছে
হেক্স এডিটর
·
জেন কোডিং সহ রয়েছে
অনেকগুলো প্লাগিন ব্যবহারের সুযোগ।
·
উন্নত ইন্টারফেইস, থিম সহ যেকোন কিছু
পরিবর্তনের সুযোগ।
·
খুব দ্রুত কার্যক্ষম
সফটওয়্যার।
·
সব কিছু মিলিয়ে প্রায়
সহস্রাধিক ফিচার রয়েছে সফটওয়্যারটির। আপনি ব্যবহার করলেই এটার প্রেমে পড়ে যাবেন।
ডাউনলোড UltraEdit Text Editor ফুল ভার্সন
ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং ইনস্টলেশন শেষে ওপেন করুন। এখন নিচের চিত্রের মতো আপনাকে সফটওয়্যারটির লেআউট এবং থিম নির্বাচন করতে বলবে। আপনার পছন্দ মতো লেআউট এবং থিম নির্বাচন করে সফটওয়্যারটি ওপেন করুন।
ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা
যে সফটওয়্যার যতো ভালো সেটার ফুল ভার্সন
করার পদ্ধতিটাও ততোটাই জটিল। তবে আমি চেষ্টা করবো কোন প্রকার জটিলতা ছাড়া
সফটওয়্যারটিকে ফুল ভার্সন করে দেখাতে। সফটওয়্যারটি ফুল ভার্সন করার প্রত্যেকটি ধাপ
আপনারা মনযোগ দিয়ে আগে পড়বেন তারপর নিজেরা করার চেষ্টা করবেন। আশা করি কারও কোন
সমস্যা হবে না।
·
প্রথমে আপনার পিসির
ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিন এবং নিচের চিত্রের মতো করে C:\Windows\System32\drivers\etc লোকেশনে থাকা উইন্ডোজ হোস্ট ফাইলে নিচের
লাইন দুইটি যুক্ত করে নিন।
- এবার নিচের মতো একটিভেশন মেনু পপ-আপ হবে। আপনার মনে যা খুশি একটি আইডি এবং পাসওয়ার্ড দিন। তবে যে আইডি এবং পাসওয়ার্ড দিবেন সেটা মনে রাখুন কারন পরবর্তিতে এটা কাজে লাগবে। কাজ শেষে একটিভেট বাটনে ক্লিক করুন।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon