১.Adblock plus-অপ্রয়োজনীয় অ্যাড কে বন্ধ রেখে পেজ লোড দ্রুত করে ২.All in one sidebar-দ্রুত আপনার history,downloads এবং add on অ্যাক্সেস এ সহায়তা করে। ৩.Cookies manager-কুকি ইডিট করা যায়। ৪.Cool preview-ক্লিক না করেই যেকোনো লিঙ্ক ভিজিট করতে পারবেন। ৫.F.B. Purity-স্লো কানেকশন দ্রুত ফেসবুক ইউজ করতে পারবেন। ৬.Facebook phishing protector-ফেসবুক ফিশিং এর টেনশন থাকলে এটা আপনাকে নিশ্চিন্ত করবে। ৭.Febe-ফায়ারফক্স এর সবকিছুর ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। ৮.Firebug-Web Developing এর জন্য খুবই গুরত্বপূর্ণ। ৯.Fireshot-যেকোনো ওয়েব পেজ কে ইমেজ অথবা PDF হিসেবে সেভ করে রাখা যায়। ১০.Flagfox-যে Website ভিজিট করছেন সে সাইট এর IP Adress,Domain name এবং Server-Location জানতে পারবেন। ১১.Ghostery-ট্র্যাকার কে বন্ধ রাখতে পারবেন। ১২.Image zoom-শুধুমাত্র নির্দিষ্ট একটি ইমেজ কে জুম করা যায় পুরো পেজ জুম করা ছাড়া। ১৩.Lightbeam-এটি বিশেষত হ্যাকারদের জন্য। ১৪.Location bar enhancer-ব্যাবহার করে দেখুন। ১৫.Multifox-যদি আপনার ফেসবুক এ কয়েকটি অ্যাকাউন্ট থাকে তাহলে এটি আপনার জন্য খুবই কাজের। ১৬.Nosquint-অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ফন্ট ছোট না হয় বড় এটা আপনাকে এসব থেকে মুক্তি দিবে আর আপনি স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন। ১৭.Pearl crescent page saver basic-অনেকটা Fireshot এর মতই। ১৮.Tab notifier-ধরুন,আপনি একটি ট্যাব এ ফেসবুক ইউজ করছেন,আরেকটি ট্যাব এ অন্য কোন কাজ করছেন।তখন আপনাার ফেসবুক এ মেসেজ আসলো।তখন এটি আপনাকে নোটিফাই করবে। ১৯.Tab Scope-সুন্দর একটি অ্যাড-অন।যেকোনো একটি ট্যাব এর উপর মাউস এর কার্সর নিয়ে গেলে এর কাজ দেখতে পাবেন। ২০.Wappalyzer-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি দিয়ে তৈরি তা বুঝতে এই অ্যাড অন টি আপনাকে হেল্প করবে। ২১.WebRank SEO Toolbar-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন তার র্যাঙ্ক সম্পর্কে এটি আপনাকে ধারনা দিবে। ২২.WOT-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি ট্রাস্টেড না কি আন্ট্রাস্টেড তা জানতে পারবেন। |
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon