ip hide করে ইন্টারনেট ব্যবহার করুন (ip hider crack)


ip hide করে ইন্টারনেট ব্যবহার করুন


অনেকেই আছেন আইপি হাইড করে ব্রাউজ করেন। অনেকেই সফটওয়্যার ব্যাবহার করেন যা কিনা কিনতে হয়, ক্র্যাক ব্যাবহার করে করতে হয়। তারপর, তা কার্যকরী কিনা তা নিয়ে ও সন্দেহ থেকে যায়।

কিছুদিন আগে একটি সফটওয়্যারের টরেন্ট খুজবার জন্য একটি সাইটে যাই। সেখানে অপশন ছিল “anonymous download”. ক্লিক করলাম, দেখি আমাকে   .exe ডাউনলোড/ইন্সটল করতে প্রম্পট আসলো। করলাম, তবে, আপনারা এন্টি-ভাইরাস চালু রেখে তা করবেন। এতে এক ধরণের Adware রয়েছে।
সাইট থেকে সরাসরি ডাউনলোড করতে চাইলে, http://privitize.com/ ভিসিট করুণ। তবে, ডাউনলোড করার সময় এন্টি-ভাইরাস ডি-এক্টিভেট করে নিন।
বিস্তারিত জানতেঃ http://privitize.com/about ভিসিট করুণ।
তারপর, PrivitizeVPN Connect করলাম।

এখন, কতটা কার্যকরী তা যাচাই করার জন্য http://whatismyipaddress.com/ ভিসিট করলাম। দেখলাম সত্যিই কার্যকরী। তবে, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় সেই সিড/স্পীড/বেন্ড-উইথ পাইনি।
আপনি ইচ্ছে করলে Disconnect করে রাখতে পারেন।
Previous
Next Post »