internet এ একটি ফুল পেইজকে PDF আকারে যেভাবে সংরক্ষন করবেন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই।

make PDF internet page without software

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। মনে হয় এটা অনেকেই জানেন। তবে আমি যেভাবে দেখাবো জানি না সেভাবে কয়জনে জানেন।

আমার নানা প্রয়োজনে অনেক সময় কোন ওয়েব পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করতে হয়। তাই আমি আজ দেখাবো কিভাবে একটি পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করা যায়। তাইলে চলুন দেখা যাক কিভাবে একটি সম্পুর্ন পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করা যায়।

  • প্রথমে আপনি যে পেইজটি PDF আকারে সংরক্ষন করতে চান সেই পেইজে যান। 
  • তার পর "Ctrl+P" চাপুন।তার পর Destination এর Change বাটনে ক্লিক করুন।

        • তার পর Save as PDF এ ক্লিক করুন।

            • তার পর Save বাটনে ক্লিক করুন।



              বাস কাজ শেষ। এভাবে আপনি যেকোন পেইজ PDF আকারে সংরক্ষন করতে পারবেন।আজ এ পযর্ন্তই থাক। সামনে নতুন কিছু নিয়ে আসবো।
              Previous
              Next Post »