আমি আজ আপনাদের সাথে কিছু SEO টুলস সম্পর্কিত তথ্য শেয়ার করতে চায়।এই টিউনে আমি কিছু গুরুত্বপূর্ণ লিংক দিব যা আপনাদের অনেক কাজে আসবে।প্রথমে আমি HTML Checker সম্পর্কে বলবো।
১।HTML Checker
আমাদের সাইট বানানোর অনেক সময় HTML কোডে ভুল থাকে।এর ফলে আপনার সাইট টি বেশি সময় নিয়ে লোড হতে পারে।তা ছাড়া HTML কোড ভুল হবার ফলে আপনার সাইট টির কাঠামোগত অনেক সমস্যা হতে পারে।এ সকল ভুল গুলো বের করার জন্য আপনি যেতে পারেন এই লিংকে।এখানে গিয়ে আপনি আপনার সাইটের অথবা পেজের লিংক দিয়ে Check করুন।কিছু সময়ের মধ্যেই আপনার সাইটের ভুল গুলো আপনার জানা হয়ে যাবে।
২।Meta Tag Checker
SEO করার জন্য সাইটে Meta Tag এর ভূমিকা অপরিসীম।আপনার সাইটে যদি Meta Tag এ কোন সমস্যা থেকে থাকে তা হলে আপনি আপনার সাইটের সার্চে কোন ফল পাবেন না।আর Meta Tag এ ভুল খোজার জন্য আপনি যেতে পারেন এই লিংকে।এখানে গিয়ে আপনি আপনার সাইটের ঠিকানা দিয়ে সামিট করুন।ব্যাস পেয়ে যাবেন আপনার Meta Tag এর সকল তথ্য।
৩।Back links Checker
Back links হল SEO এর জন্য অধিক গুরুত্বপূর্ন বিষয়।আপনার সাইটের যদি অধিক Back links থাকে তাহলে আপনার সাইট টি সার্চেও সবার উপরে থাকতে পারে।তাছাড়া যে সাইটের Back links বেশি সেই সাইটের পেজ রেংক ও বেশি হয়।আর আপনার সাইটের Back links চেক করার জন্য যেতে পারেনএই লিংকে।এখানে গিয়ে আপনি দেখটে পারেন আপনার সাইটে Back links কত আছে।
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে।সকলকে ধন্যবাদ।
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে।সকলকে ধন্যবাদ।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon