আসসালামুয়ালাইকুম টেকি ভাই বোনেরা। আশা করি সবাই পরম করুণাময়ের দয়ায় ভালো আছেন।
![]() |
Add caption |
প্রথমে নিচের লিংক থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিন। উইন্ডোজ এর ৩২ অথবা ৬৪ বিট এর জন্য সঠিক ভার্সনটি ডাউনলোড করুন।
ESET Smart Security 8
ESET Patch:
এবার প্যাচ ফাইলটি আনজিপ করুন। যারা ESET আগের ভার্সন ব্যবহার করছেন তারা আগে সেটি আন-ইনস্টল করে নিন। অন্য এন্টিভাইরাস ব্যবহারকারীরা সেটি আন-ইনস্টল করে নিন। অনেক এন্টিভাইরাস Eset Patch কে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে। ভয়ের কিছু নেই। এটি ভাইরাস নয়। অনেক বিখ্যাত প্যাচ এর মতো এটিও "False Positive"। এখন ESET ইন্সটলার ফাইলটি ডাবল ক্লিক করে ইন্সটল শুরু করুন। ইন্সটল শেষে এক্টিভেসন উইন্ডো আসার পর "Activate Later" ক্লিক করুন। অতঃপর "Eset Systray Icon" এ রাইট ক্লিক করে প্রোটেকশন টেম্পরারি ডিসেবল করে নিন।
## এবার ডাউনলোড করা প্যাচ ফাইলটি ( 1.exe ) Eset এর "Exclusion List" এ যোগ করে নিন।
## এখন পুনরায় "Eset Systray Icon" এ রাইট ক্লিক করে প্রোটেকশন এনাবল করে নিন। এবার "1.exe" ফাইলটি "Run as administratot" মুডে রান করান। "Activate" বাটনে ক্লিক করুন। উইন্ডোজ এখন "Safe Mood" এ রিস্টার্ট হবে।
## "Safe Mood" এ পুনরায় "1.exe" ফাইলটি "Run as administratot" মুডে রান করে "Activate" বাটনে ক্লিক করুন। উইন্ডোজ এবার "Normal Mood" এ রিস্টার্ট হবে। ব্যস আপনার কাজ শেষ। সবগুলো ধাপ সঠিকভাবে অনুসরন করে থাকলে আপনি পেয়ে গেলেন ESET Smart Security এর সর্বশেষ ফুল ভার্সন। যদি প্রথমবার আপডেট না হয় অথবা "Self Defense" ডিসেবল হয়ে থাকে তাহলে পিসি একবার রিস্টার্ট করে নিন এবং পরবর্তী সংস্করণ না আসা পর্যন্ত ফুল এক্টিভেটেড এই ভার্সনটি নির্ঝঞ্ঝাটে ব্যবহার করতে থাকুন।
বিঃ দ্রঃ যদি কারো ডাউনলোড অথবা ইন্সটল এবং ইন্সটল পরবর্তিতে কোনোরুপ এরর আসে দয়া করে আপনাদের অপারেটিং সিস্টেম (৩২ অথবা ৬৪ বিট) এর নামসহ আমাকে সমস্যাটির বিস্তারিত জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সমাধান করতে। পরম করুণাময়ের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon