Add caption |
অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে কম্পিঊটারের কিবোর্ড ও মাঊস লক করতে হয়। কোন মুভি দেখছেন কিন্তু কেঊ এসে ডিস্টার্ব করছে উল্টাপাল্টা কিবোর্ড বা মাঊস ক্লিক করে। আবার আপনি কোন কাজে বাইরে গেলেন পিসিতে কোন কাজ করতে দিয়ে, কিন্তু এসে দেখলেন আপনার কাজটি কেউ বন্ধ করে দিয়েছে।তাছারা ছোট বাচ্চাদের কাছ থেকে পিসিকে সুরক্ষিত রাখতে পিসির মাউস এবং কিবোর্ড লক করে রাখাটাই উত্তম।আর এ কাজটি আপনি করতে পারেন Key Freeze নামক ছোট একটি সফ্টওয়ার দিয়ে।
সফ্টওয়ারটি উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন।ডাউনলোড শেষে ফোল্ডারটি আনজিপ করে সফ্টওয়ারটি পিসিতে ইনস্টল করে নিন।
· ইনস্টল শেষে Key Freeze ওপেন করুন।
· লক করার জন্য: Lock Keyboard & Mouse ক্লিক করুন। ৫ সেকেন্ডের মধ্যে লক হয়ে যাবে।
Add caption |
· Unlock করতে: Ctrl + Alt + Delete চাপুন। তারপর Esc চাপুন।সাথে সাথে কিবোর্ড এবং মাউস আনলক হয়ে যাবে।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon