অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনকেই মডেম বানিয়ে ফেলা যায়। এজন্য প্রথমে ফোনটির ডাটা কানেকশন অন করতে হবে। এরপর ডিভাইসটিকে ডাটা ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। ইউএসবি ডাটা ক্যাবলটি কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সংযোগ দিতে হবে।

সাধারণত ইউএসবি ডিভাইস সংযোগ দেয়ার পর মেমোরি কার্ডটি স্টোরেজ হিসেবে কানেক্ট হয়ে থাকে। তাই মেমোরি কার্ডটি পিসি থেকে Safely remove করতে হবে। এজন্য টাস্কবার থেকে ইউএসবি আইকনে রাইট ক্লিক করে মেমোরি স্টোরেজটি সেফলি রিমুভ করার কমান্ড করতে হবে। তারপর Settings-এ যেতে হবে।
সেখান থেকে Wireless & Networks- এ গিয়ে Tethering & portable hotspot- এ ক্লিক করে USB tethering সিলেক্ট করে দিতে হবে। তাহলে ইন্টারনেট সংযোগ হয়ে যাবে। এভাবে মোবাইল ডিভাইসটিকে ইন্টারনেট সংযোগের মাধ্যম বানিয়ে তা ব্যবহার করা যাবে কম্পিউটারে। আলাদা মডেম না হলেও চলবে।
সাধারণত ইউএসবি ডিভাইস সংযোগ দেয়ার পর মেমোরি কার্ডটি স্টোরেজ হিসেবে কানেক্ট হয়ে থাকে। তাই মেমোরি কার্ডটি পিসি থেকে Safely remove করতে হবে। এজন্য টাস্কবার থেকে ইউএসবি আইকনে রাইট ক্লিক করে মেমোরি স্টোরেজটি সেফলি রিমুভ করার কমান্ড করতে হবে। তারপর Settings-এ যেতে হবে।
সেখান থেকে Wireless & Networks- এ গিয়ে Tethering & portable hotspot- এ ক্লিক করে USB tethering সিলেক্ট করে দিতে হবে। তাহলে ইন্টারনেট সংযোগ হয়ে যাবে। এভাবে মোবাইল ডিভাইসটিকে ইন্টারনেট সংযোগের মাধ্যম বানিয়ে তা ব্যবহার করা যাবে কম্পিউটারে। আলাদা মডেম না হলেও চলবে।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon