এটিএম বুথ থেকে বাংলালিংক নম্বরে রিচার্জ করা যাবে ( Banglalink research tips bangla for ATM BOOTH)

বাংলালিংকের গ্রাহকরা এখন প্রধান প্রধান ইন্টারন্যাশনাল অ্যান্ড ডমেস্টিক কার্ড ব্যবহার করে কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত দুই হাজারেরও বেশি এটিএম থেকে যেকোনও বাংলালিংক নম্বরে (প্রি-পেইড ও পোস্ট-পেইড) টপ-আপ করতে পারবেন। এজন্য অতিরিক্ত কোনো চার্জ বা খরচ লাগবে না।
Banglalink research tips bangla for ATM BOOTH

এ সেবা দিতে বাংলালিংক ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) সঙ্গে একটি চুক্তি করেছে। সোমবার থেকে এটিএম টপ আপ সেবা চালু করেছে অপারেটরটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম। এ সময় বাংলালিংকের হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস জালাল হোসেন ও ডিস্ট্রিবিউশন ম্যানেজার মুহাম্মদ মুজাহিদুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন। আইটিসিএল’র এর পক্ষে কাজী সাইফুদ্দীন মুনিরসহ অারও অনেকে উপস্থিত ছিলেন।
সোলায়মান আলম অনুষ্ঠানে বলেন, বাংলালিংকের টপ আপ সেবা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় এসেছে। একটি গ্রাহকমুখী কোম্পানি হিসাবে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে।


Previous
Next Post »