Backlink Creation

ব্যাকলিঙ্ক তৈরি করা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে খুবই গুরত্তপুর্ন একটি টাস্ক। আজ আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে জানার চেষ্টা করবো। কোন ওয়েব সাইট যদি তাদের ওয়েব সাইটে আপনার সাইটের লিঙ্কটি শো করে তাকেই ব্যাকলিঙ্ক বলা হয়ে থাকে। আপনার সাইটটি কতটি সাইটের সাথে লিঙ্ক করা আছে তা দ্বারা গুগল মামা আপনার সাইটটি কতটা জনপ্রিয় তা বুঝতে পারে। তাই আপনি সব সময় চাইবেন বিভিন্ন সাইটে যেন আপনার ব্যাকলিঙ্ক তৈরি হতে থাকে।

How-to-create-backlink-Techlightbd



ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য বিভিন্ন ব্লগ সাইটে গেস্ট পোস্ট করতে থাকুন তাহলে আপনার ভিজিটর, ব্যাকলিঙ্ক দুটিই বাড়বে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপনার সাইটের নামে পেজ খুলে পোস্ট লিঙ্ক শেয়ার করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ব্লগ ও ফোরাম সাইটেও আপনি আপনার সাইটের লিঙ্ক দিয়ে মন্তব্য করতে পারেন, এতে আপনার খুব সহজেই ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে। তবে লিঙ্ক যেকোনো সাইটে দেওয়ার আগে দেখে নিবেন সাইটটি কি dofollow নাকি nofollow। সাইট এডমিন যদি সাইট তৈরি করার সময় nofollow দিয়ে থাকেন তাহলে আপনার ব্যাকলিঙ্কটি গুগলে গণনা করবে না। তবে nofollow সাইটেও লিঙ্ক শেয়ার করলেও সমস্যা নেই, কারণ গুগলে কাউন্ট না করলেও লিঙ্কটি দ্বারা আপনি কিছু এক্সট্রা ভিজিটর পেয়ে যাবেন আপনার সাইটের জন্য। তবে লিঙ্ক শেয়ার করতে গিয়ে কোন ভাবেই স্পামিং করবেন না, স্পামিং করে লিঙ্ক বিল্ড করলে সকলেই আপনার সাইটটি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে।
Previous
Next Post »